বাসচাপায় সিকৃবি ছাত্র হত্যা, চালক-হেলপার গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০:২৮:৩৫,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৩০৬ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগের বাসচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সিকৃবিতের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম তাহসিনকে যাত্রীবাহী উদার পরিবহন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে বাস হেলপার মাসুক আলীকে সুনামগঞ্জ থেকে আটক করে পুলিশ। তিনি সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার মৃত দৌলত আলীর ছেলে। শনিবার রাত দুইটার পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে তার শ্বশুরবাড়ী থেকে আটক করা হয়।
এর আগে শনিবার রাত ১১টায় সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে বাসচালকেও পুলিশ আটক করে। হত্যার ঘটনায় উদার পরিবহনের বাস চালক জুয়েল আহমদকে (২৬) আটক করা হয়েছে। তার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাড়াউরা গ্রামে।
এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালক জুয়েল আহমদকে আটক করে।