বিশ্বকাপে সৌদি সমর্থককে পিটিয়ে আহত করলো আর্জেন্টিনা সমর্থকরা
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:২০,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০২২ | সংবাদটি ১৩২ বার পঠিত
ঝিনাইদহে এক সৌদি সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে কিছু আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে। আহত আবু সাঈদ (১৯) সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। মারধরের পর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
শনিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নে ঘটে এ ঘটনা।
আবু সাঈদ অভিযোগ করেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি সৌদির সমর্থন করেন। ছাত্রাবাসের সামনের একটি দোকানে টিভিতে খেলা দেখছিলেন তিনি। এ সময় সৌদি আরব গোল করায় তিনি আনন্দ-উল্লাস করেন। এরপর আর্জেন্টিনাকে সমর্থন করা কিছু যুবক তাকে খুঁজতে ওই দিনই ছাত্রাবাসে যান। সেদিন তাকে না পেয়ে ফিরে যান তারা। পরে শনিবার রাতে আবারও সেই ছাত্রাবাসে গিয়ে সাঈদকে বাইরে ডেকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে কিছু যুবক।
এ নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ফুটবল বিশ্বকাপে একজন সৌদি আরবকে সমর্থন করায় কে বা কারা তাকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি।