ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে গ্র্যাজুয়েট ডিগ্রিপ্রাপ্ত হলেন দৌলতপুরের মোঃ নাজিম উদ্দিন শিহাব
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:৩৮,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০২২ | সংবাদটি ৪৫৪ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের কৃতী সন্তান মোঃ নাজিম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেছেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ ও সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের নোবেলবিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর জঁ তিরল।
মোঃ নাজিম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেয়ে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন।এবং একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রিও সম্পন্ন করেছেন।তিনি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক,আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা লাভ করেন।
তিনি তার এ সাফল্যের জন্য আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন এবং মা-বাবা সহ পরিবারবর্গ,শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি পড়াশোনা শেষে সরকারি কর্মকর্তা হয়ে দেশ ও সমাজের সেবা করতে চান। এজন্য তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী।