ট্রাম্পের বর্ণাঢ্য অভিষেক আজ
প্রকাশিত হয়েছে : ৪:২১:২৫,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ২৩৬ বার পঠিত
এবিসি নিউজ, ইন্ডিপেন্ডেন্ট : সব জল্পনা, কল্পনা, বিতর্ক, বিপত্তি শেষে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যাত্রা আজ থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে তার অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। অনেক তারকা ও রাজনীতিবিদ ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিলেও আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ট্রাম্পের জন্য।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে লিঙ্কন মেমোরিয়ালে দিনব্যাপী কনসার্টের মাধ্যমে এ অনুষ্ঠানিকতা শুরু হয়। কনসার্টের নাম দেয়া হয়েছে ভয়েস অব দ্য পিপল। বেলা সাড়ে ৩টা আর্লিংটনের জাতীয় সমাধিতে মার্কিন বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বিকেল ৪টায় কনসার্টে বক্তব্য দেন ট্রাম্প।
‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন! ওয়েলকাম সেলিব্রেশন’ শীর্ষক এই আয়োজন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
স্থানীয় সময় শুক্রবার সকালে ট্রাম্প ও মেলানিয়াকে হোয়াইট হাউজে স্বাগত জানাবেন বারাক ওবামা ও মিশেল ওবামা। দুই দম্পতি মোটর শোভাযাত্রায় কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে যাবেন। সকাল সাড়ে ৯টায় ট্রাম্পের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শুরু হবে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। কংগ্রেসের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ ও কূটনীতিবিদেরা সেখানে উপস্থিত থাকবেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে জিমি কার্টার, বিল কিনটন ও জর্জ ডব্লিউ বুশ উপস্থিত থাকবেন। জর্জ ডব্লিউ বুশের বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র অসুস্থ থাকায় অনুষ্ঠানে হাজির হতে পারছেন না। বেলা সাড়ে ১১টায় থাকবে সূচনা বক্তব্য। এ সময় ধর্মীয় নেতারা বক্তব্য দেবেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন পেন্স। শপথবাক্য পাঠ করাবেন ক্যারেন্স থমাস। এরপর ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। অভিষেকের পর ভাষণ দেবেন ট্রাম্প।
বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি হবে। কংগ্রেসের মধ্যাহ্নভোজনে অংশ নেবেন ট্রাম্প ও পেন্স দম্পতি। বেলা ৩টায় উদ্বোধন শোভাযাত্রা। ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউজের পথে প্রায় আড়াই কিলোমিটার শোভাযাত্রায় অংশ নেবেন ট্রাম্প দম্পতি। ২১ জানুয়ারি শনিবার সকাল ১০টায় ওয়াশিংটনের জাতীয় গির্জায় আন্তধর্মীয় প্রার্থনায় অংশ নেবেন ট্রাম্প ও পেন্স।
হোয়াইট হাউজের আকাশে হেলিকপ্টার টহল
ট্রাম্পের এ শপথকে কেন্দ্র করে হোয়াইট হাউজ ও তার আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অন্তত ২৮ হাজার নিরাপত্তা কর্মী নিরাপত্তার চাঁদরে ঘিরে রেখেছে পুরো এলাকা। সাথে ন্যাশনাল মল থেকে কয়েক হাজার শুভাকাক্সী অনুষ্ঠানটি দেখবেন বলে ধারণা করা হচ্ছে।
থাকবেন ট্রাম্প বিরোধী বিােভকারীরাও। ঘটতে পারে যেকোনো অনাকাক্সিত ঘটনা। আর তাই শুধু হোয়াইট হাউজ এলাকায় নয়, এর আশপাশেও হেলিকপ্টার দিয়ে চষে বেড়াচ্ছেন নিরাপত্তাকর্মীরা।