২৪ ঘন্টায় গাজার শতাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরাইল
প্রকাশিত হয়েছে : ১২:১২:১৯,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৯ | সংবাদটি ২৫৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক:: ইসরাইলের সেনাবাহিনী ২৪ ঘন্টায় গাজার শতাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। শুক্রবার রাতে ইসরাইলি বাহিনী নিজেই এ তথ্য জানিয়েছে।তারা দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে দু`টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বোমা হামলা করা হয়েছে। জঙ্গিবিমান থেকে এসব বোমা ফেলা হয়।
তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় নি।গত কিছু দিন ধরে ভিত্তিহীন দাবি তুলে গাজায় হামলা বাড়িয়েছে ইসরাইল। ২০১৭ সাল থেকে বিমান থেকে বোমা ফেলার প্রবণতা বেড়েছে।
২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরাইল।গাজাবাসীদের জন্য স্থল, জল ও আকাশ পথ পুরোপুরি বন্ধ।এর ফলে গাজার মানুষ মারাত্মক সংকটের মধ্যে জীবনযাপন করছে।
সূত্র: পার্সটুডে