সিকৃবি’র ক্লাস পরীক্ষা স্থগিত, বিক্ষোভে শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:০১,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৯ | সংবাদটি ৩০১ বার পঠিত
নিউজ ডেস্ক:: বাসচাপায় ছাত্র ওয়াসিম আব্বাস (২১) নিহত হওয়ার ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৪ মার্চ) বিভিন্ন অনুষদের পরীক্ষা স্থগিত করা হয়। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাসচাপায় সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম নিহত হওয়ার ঘটনায় রোববারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এদিকে ছাত্র ওয়াসিম নিহতের প্রতিবাদে সকাল ১১টায় ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছেন। মিছিলটি নিয়ে তারা নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে এ বিচারের প্রতিবাদ জানাবেন।