ছাত্রলীগ নেতাসহ ৪ গাড়ী ছিনতাইকারী আটক !
প্রকাশিত হয়েছে : ১২:০৪:৩৩,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৪৮৫ বার পঠিত
সাভার প্রতিনিধি:
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত ট্যাক্সিক্যাবসহগাড়ী ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাভব-৪। গতকাল শুক্রবার সকালেছাত্রলীগ নেতার নিকট থেকে একটি ছিনতাইকৃত ট্যাক্সিক্যাব উদ্ধার করেছে।আটককৃতরা হলো শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (২৬) ও তার সহযোগী মো. পারভেজ হোসেন (৩৫), সালাউদ্দিন ইউসুফ (২৮), জুলহাস (২৭)।
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ারশিমুলিয়া এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ী ছিনতাই চক্রের এই চারসদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া (ঢাকামেট্রো-প-১৫-৫৬৫৮) একটি ট্যাক্সিক্যাব উদ্ধার করে। র্যাকব আরও জানায়, এইচক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়ক ও মহাসড়কে গাড়ী ছিনতাই করে আসছিল।
বাকীসদস্যের আটক করতে অভিযান চলছে। এ ব্যাপারে র্যা ব বাদী হয়ে আশুলিয়া থানামামলা দায়ের করেছে।আটককৃত ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার বিষয়েজানতে চাইলে আশুলিয়া থানাছাত্রলীগ সাধারণ সম্পাদক টিটু জানান, ছাত্রলীগের কোন সদস্য বা নেতা কোনধরনের অপরাধের সাথে জড়িত থাকলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধেব্যবস্থা নেয়া হবে।