উৎসব মুখর পরিবেশে লন্ডন বাংলা প্রেসক্লাবের মনোনয়ন পত্র দাখিল
প্রকাশিত হয়েছে : ৬:০৮:০১,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৩৯৪ বার পঠিত
লন্ডন ডেস্ক নিউজ: আগামী ২৯ জানুয়ারী রবিবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে অনুষ্টিত হতে যাচ্ছে লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এতে উৎসব মুখর পরিবেশে ক্লাবের ১৫টি পদে প্রার্থী ৩১ জন প্রার্থী মনোনয় পত্র দাখিল করেছেন। নির্বাচনে আনুষ্ঠানিক কোন প্যানেল না থাকলেও প্যারালাল দু‘ভাবে বিভক্ত হয়ে প্রার্থীতা প্রদান করেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে ইসি মেম্বারে দুই জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বাকী পদ গুলির মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন সৈয়দ নাহাস পাশা ও মো: ইমদাদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ব্যারিস্টার তারেক চৌধুরী ও মাহবুব রহমান, জেনারেল সেক্রেটারী পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ জুবায়ের ও মিল্টন রহমান, এসিসটেন্ট সেক্রেটারী পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ ছোবহান ও মতিউর রহমান চৌধুরী, ট্রেজারার পদে প্রার্থী হয়েছেন তাইছির মাহমুদ ও আসম মাছুম, কমিউনিকেশন সেক্রেটারী পদে প্রার্থী হয়েছেন আব্দুল কাইয়ুম ও এম এ কাইয়ুম, ট্রেনিং এন্ড রিসার্স সেক্রেটারী পদে প্রার্থী হয়েছেন আহাদ চৌধুরী বাবু ও ইব্রাহিম খলিল, ইনফরমেশন এন্ড ট্রেনিং সেক্রেটারী পদে প্রার্থী হয়েছেন সালেহ আহমদ ও সৈয়দ নাছির আহমেদ, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটি সেক্রেটারী পদে প্রার্থী হয়েছেন আজহার ভুইয়া, তৌহিদ আহমদ, ৬টি মেম্বার পদে প্রার্থী হয়েছেন ১৩জন। তারা হচ্ছেন জাকির হোসেন কয়েছ, রহমত আলী, সুজা মাহমুদ, সৈয়দ জহুরুল হক, পলি রহমান, মোহাম্মদ মারুফ আহমদ, আমিরুল চৌধুরী, পাপিয়া সুলতানা (রুপি আমিন), নাহিদা রহমান, হাবিবুর রহমান, তৌফিক আলী মিনার, ইমরান আহমদ ও আনিসুর রহমান আনিস।
এদিকে বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবে এবার সর্বোচ্চ সংখ্যক সংবাদকর্মী সদস্যপদ লাভ করেছেন। গত ১৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় আগামী দুই বছরের জন্য যারা সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে বাঁচাই করে নতুন ও পুরাতন সদস্যদের নামের তালিকা ক্লাবের অস্থায়ী কার্যালয় সাপ্তাহিক জনমত অফিসের সামনের দেয়ালে ঝলানু হয়। এসময় ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ছাড়াও বিপুল সংখ্যক নবীন প্রবীন সদস্য উপস্থিত ছিলেন।
এবার নতুন পুরাতন মিলিয়ে ৩২২জনকে ক্লাবের সদস্য করে নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যা ১৯৯৩ সালে প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ। এবার ক্লাবের সদস্য হওয়ার জন্য আবেদন পড়ে ৩৬৬টি। পরে ক্লাবের নির্বাহী কমিটির অনুমোদনের পর ৩২২ জনকে সদস্য করে তাদের নামের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ১৯৬জন পুরাতন সদস্য রয়েছেন। নতুন সদস্য হয়েছেন ১২৬জন সংবাদকর্মী।