ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (FBCC) ডাইরেক্টর ইসরাকুল হোসেন সুইট এর সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৪১,অপরাহ্ন ০৯ মে ২০২৪ | সংবাদটি ২৬৯ বার পঠিত
দক্ষিণ সুরমার কৃতি সন্তান বাংলাদেশের ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন “ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি” (FBCCI) এর পরিচালক
জনাব ইশহাকুল হোসেন সুইট সাহেবের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা মিডল্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি জালালী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী (তামওয়ার্ত স্টাফফুড শেয়ার) জমিরুল ইসলাম সিরাজ।
সঞ্চালনায়ঃ কয়েছ চৌধুরী।
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির যুগ্ন আহ্বায়ক।
স্বাগত বক্তব্য রাখেনঃ মোহাম্মদ মুজিব হোসেন সর্বইউরোপ বঙ্গবন্ধু পরিষদ জয়েন্ট সেক্রেটারি।
ব্যবসায়ীঃ আশিক আলী
হাজী মহর্রম আলী,হাজী তাজর আলী,কভেন্টি সিটি আওয়ামী লীগ প্রেসিডেন্ট মকদ্দস আলী,জয়েন্ট সেক্রেটারি বাদশা মিয়া।সেলিব্রেটি আব্দুস সালাম, সাংবাদিক রায়হান তালুকদার, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ডক্টর মিসবাহুজ্জামান, জি এমজি কার্গো মনিরুদ্দীন,
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণঃ আহবায়ক আকিকুর রহমান আকিক, আখতার হোসেন,
মাসুম ট্রাভেলস এর সত্বাধিকারী তুহিনুর ইসলাম,
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কফিল উদ্দিন, আবুল মিয়া, লাল ভেলি রেস্টুরেন্ট, আনার মিয়া শাহজালাল ট্রাভেলস, মোজামিল খান কিং বাল্টি, রইস আলী। কভেন্টি সিটি আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, খেলাফত মজলিস লিডার সৈয়দ কবির আহমদ, মুফতি তাজুল ইসলাম, মৌলানা সাব্বির আহমদ। একাউন্টেন্ট মাসুদ মিয়া, আমজাদ হোসেন টিচার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব,ব্যবসায়ী কাবুল মিয়া ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতা সিরন চৌধুরী।