সন্ত্রাসমুক্ত সিলেট চাই
প্রকাশিত হয়েছে : ১১:২২:৪৫,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | সংবাদটি ৩৩৪ বার পঠিত
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউ কে কর্তৃক আয়োজিত এক বিশেষ সভা আয়োজন করা হয় সমিতির অস্থায়ী কার্যালয়ে, দল-মত নির্বিশেষে দক্ষিণ সুরমার ইতিহাস,ঐতিহ্য,এবং সন্ত্রাস ও চিহ্নিত সন্ত্রাসীদের কে বিচারের আওতায় এনে শাস্তি দাবি করা হয়,
এতে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক আকিকুর রহমান আকিক এবং পারভেজ আহমেদ ও আখতার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সর্ব জনাব এডভোকেট শফিক উদ্দিন আহমেদ,মহিউদ্দিন আলমগীর,আ স ম মিসবাহ, মোহাম্মদ মুজিব হোসেন,সাহান চৌধুরী,শাহ ইমরান হোছেন,আহমেদ সাদেক,শাহজাহান মিয়া,আক্তার হোসেন,রফিক মিয়া,শামসের মিয়া,ইমরান উদ্দিন, কাজী লায়েক,মুরাদ আহমেদ,জুম্মান আহমেদ,জিয়াউর রহমান,নজরুল ইসলাম,শাহ আলম,হাসান জাহেদ,সৈয়দ রাশেদ আহমেদ,এস হক এনাম,লিটন আহমেদ, জাহাঙ্গীর আলম,ফয়সাল আহমেদ, খালেদ চৌধুরী,নজরুল ইসলাম,বেলাল উদ্দিন, কামরান,সাজু,শেরওয়ান আলী,লিটন আহমেদ,প্রমূখ