আব্দুল হামিদ খান সুমেদ:-দীর্ঘ প্রতীক্ষার পর ও বিপুল উৎসাহে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-র সাধারন সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।গত রোববার (৫ মে) লন্ডনের ইমপ্রেসন ভ্যানু হলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সর্বোচ্চ সংখ্যক ট্রাস্টিদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি মোঃ মতসির খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিনের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক ও ট্রেজারার ট্রাস্টের বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন। নির্বাচনে মাফিজ-গুলজার-মনির এবং তাহির-আজম-আখলাকুর নামে দুটি প্যানাল অংশগ্রহণ করে। দুপুর বারোটা থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মানিক মিয়া,জজ বেলায়েত হোসেন এবং এ কে এম ইয়াহিয়া।
নির্বাচনে মাফিজ খান সভাপতি,গোলজার খান সাধারণ সম্পাদক এবং আখলাকুর রহমান ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফলে ২৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মাফিজ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ তাহির উল্লাহ পেয়েছেন ২৩৫ ভোট।সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলজার খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজম খান পেয়েছেন ২১৪।
সহসভাপতি পদে চারজন প্রার্থীর মধ্যে দুইজন নির্বাচিত হয়েছেন। মিছবাহ উদ্দিন ৩০৪ ও ফরিদ আহমদ ২৬২ পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ জয়নাল আবেদীন ২১০, ফারুক আলী ২৬১।
সহসাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থীর মধ্যে আব্দুর রহিম রঞ্জু ৩০৮ এবং কবির মিয়া ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এম আলি মজনু ২৫৬ বাবুল হোসেন ২৪৪।প্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেজারার পদে ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আখলাকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির মিয়া পেয়েছেন ২৫৭ ভোট ও সহকারী ট্রেজারার পদে হাসিন উজ্জামান নূরু ৩২৪ ভোটে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্ধী প্রার্থী আতিকুর রহমান ১৯৩ ভোট পেয়েছেন।
প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক পদে ২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শরিফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিক মিয়া পেয়েছেন ২২৪ ভোট।
কালচারেল সেক্রেটারি পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৌলত হোসেইন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পেয়েছেন ২৩৯ ভোট।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিতরা হলেন যথাক্রমে- আবুল হোসেন মামুন ৩০২, খালেদ খান ২৯১, সিরাজুল ইসলাম ২৭২,নেছার আলী লিলু ২৮৪, আব্দুস সালাম ২৬৮, শেখ মবস্বীর আলী ২৬৫,গয়াস মিয়া গিয়াস ২৫৮।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন এম এ গনি ২৪১, মোঃ শামিম আহমেদ ২৩৪, আব্দুল ওয়াদুদ সাহেল ২২৭, শামীম আহমদ ২১৪, মোহাম্মদ আলী ১৯১, কামাল উদ্দিন ১৪৩, সফিক মিয়া ১৪১।
নির্বাচিত প্যানেল প্রধানরা আগামীদিনে সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।