যুক্তরাজ্যের ব্রাডফোডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনী মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:১১,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৩৬৬ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের আগামী ৫ই ফেব্রুয়ারী দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে ব্রাডফোর্ড,ওল্ডহাম,রচডেল ও এর আশেপাশে ভিবিন্ন শহরে বসবাসরত ট্রাস্টের ট্রাস্টিবৃন্দের উদ্যোগে ব্রাডফোর্ডের স্থানীয় শাপলা হলে সভাপতি পদপ্রার্থী মতছির খান,সহ সভাপতি হাজি মোঃ সুনু মিয়া,শেখ মোহাম্মদ তাহির উল্লাহ,সাধারণ সম্পাদক আসাদুর রহমান,সহকারী সাধারণ সম্পাদক আখলাকুর রহমান,মোহাম্মদ আলী মজনু,কোষাধ্যক্ষ আজম খান,সহকারী কোষাধ্যক্ষ আব্দুল রুশন(চেরাগ আলী) সাংস্কৃতি সম্পাদক কদর উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক মিয়া,সদস্য পদপ্রার্থী আব্দুল মুকিত,বাবরুল হোসাইন বাবুল,কাউন্সিলর ফলিক মিয়া চৌধুরী,আব্দুস সালাম,মোঃ আবুস সাত্তার,মোহাম্মদ শহীদ ও শাহ জয়নাল আবেদীন এর পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবীণ ট্রাস্টি মোহাম্মদ আলী সালেহ এর সভাপতিত্বে এবং ট্রাস্টি আনছার হাবিব এবং বাবরুল হোসেন বাবুল এর যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন কারী জাহাঙ্গীর হোসেন।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শওকত আহমদ এমবিএ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবুল বশির,কাউন্সিলর হাসান খান এবং ট্রাস্টের সাবেক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি শাহ আজিজুর রহমান,সাবেক সভাপতি এম এ রউফ,সাবেক সভাপতি আব্দুল হামিদ শিকদার ।
উক্ত সভায় আগামী ৫ই ফেব্রুয়ারীর নির্বাচনে ভিবিন্ন পদে প্রার্থীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও ট্রাস্টিবৃন্দের মূল্যবান ভোট ও সর্বাত্বক সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী মতছির খান,সহ সভাপতি হাজি সুনু মিয়া,সাধারণ সম্পাদক আসাদুর রহমান,সহকারী সাধারণ সম্পাদক আখলাকুর রহমান,মোহাম্মদ আলী মজনু,কোষাধ্যক্ষ আজম খান,সাংস্কৃতি সম্পাদক কদর উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক মিয়া,সদস্য পদপ্রার্থী বাবরুল হোসেন বাবুল কাউন্সিলর ফলিক মিয়া চৌধুরী,আব্দুস সাত্তার ও শাহ জয়নাল আবেদীন।
ব্রাডফোর্ড ও এর আশেপাশের অন্যান্যে শহরের ট্রাস্টিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হাজি আখদ্দুস আলী,জমির উদ্দিন,মইনুল হোসেন আঙ্গুর,মহিউদ্দিন পলাশ,মখলিছ আলী,শামসু মিয়া,বদরুল আহমেদ,বাবরুল আহমদ।
কমিউনিটির অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন হাজি সিরাজ মিয়া,সাহাব উদ্দিন,নূরে আলম রব্বানী এনামুল হক এনাম,মিরাশ আলী,রুহেল মিয়া,এমদাদুল হক,আজাদ আহমদ,অজর আলী,রজব হোসেন চৌধুরী,আব্দুল খালিক,আব্দুল হান্নান,মানিক মিয়া হুশিয়ার আলী,গয়াছ মিয়া,আকবর আলী,আব্দুস সালাম,হান্নান চৌধুরী,রেজাউল ইসলাম খান,জাহাঙ্গীর খান ও আব্দুল মালিক প্রমুখ ।