শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনে আলোকচিত্র প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:২৬,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৪৬৮ বার পঠিত
লন্ডন : শহীদ জিয়া স্মৃতি কেন্দ্র ও লাইব্রেরি ইউকের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার লন্ডনে এক আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাস্ট নিউজ সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারি প্রেস সচিব জনাব মুশফিকুল ফজল আনসারী।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ব্যারিসটার এম এ সালাম, বিশেষ অতিথি ইউকে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক, আইনজীবী ফোরাম ইউকের সভাপতি ব্যারিস্টর আবুল মনসুর, সাধারণ সম্পাদক ব্যারিস্টার লিটন আফেন্দী,সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি কেন্দ্র লাইব্রেরি ইউকের প্রতিষ্টাতা সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন পরিচালনা করেন সদস্য সচিব সৈয়দ জাবেদ ইকবাল। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি কেন্দ্রের অন্যতম সংগঠক ও জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক শাহেদ উদ্দিন চৌধুরী । সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর অনুসৃত পথে তাঁর অনুসারীদেরকে চলার আহবান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রের অন্যতম সংগঠক এম এ কাদির, ইউকে যুবদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য, সাবেক প্রথম যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, আইনজীবী নেতা নাসের খান অপু, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম শাহাজান, সৈয়দ লুৎফুর মিয়া, সাবেক ছাত্রনেতা আকরাম, দেওয়ান মইনুল ইসলাম উজ্জ্বল, নজরুল ইসলাম খান, ফয়সল আহমেদ, শফিকুর রহমান, আতিকুর রহমান, আজিম উদ্দিন, খন্দকার নিপু, সৈয়দ আকবর, তুহিন চৌধুরী, মেহের বক্স, এজে শিমু প্রমুখ।