প্রবাসীর লাশ সংক্রান্ত উদ্যোগের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাল ইপিবিএ
প্রকাশিত হয়েছে : ৬:০৫:০৩,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৪২৮ বার পঠিত
অবশেষে প্রবাসীদের লাশ সরকারী খরচে দেশে প্রেরণের জন্য চলমান দাবীর পক্ষে ইতিবাচক পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দেয়ায় পররষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ইউরোপের বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তম সংগঠন, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন, ইপিবিএ। বছর খানেক আগে ফ্রান্সের সাংবাদিকদের সংগঠন প্যারিস-বাংলা প্রেসক্লাব প্রবাসীদের লাশ সরকারী খরচে দেশে পাঠানোর জন্য সর্বপ্রথম আন্দোলন শুরু করে। গত বছর প্যারিস-বাংলা প্রেসক্লাব মিছিল, মিটিং, সভা-সমাবেশ ইত্যাদি নিজেদের বিভিন্ন কর্মসূচি সহ বিভিন্ন তৃতীয় পক্ষের অনুষ্ঠানে বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে। যোগ দেয় আরো কিছু সংগঠন, রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিবৃন্দ। এরপর তা নিয়ে ব্যাপকভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও দাবী উপস্থাপন করে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন, ইপিবিএ। প্রচেষ্টার এক পর্যায়ে এটি প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত গড়ায়। তারই ফল স্বরুপ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে একটি ইতিবাচক উদ্যোগ নেয়ার সু-খবর জানান। সম্প্রতি, হাঙ্গেরীতে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রবাসীদের লাশ সরকারী খরচে দেশে পাঠানোর ব্যাপারে বক্তব্য পেশ করেন নেদারল্যান্ড প্রবাসী ইপিবিএ-এর সহ-সভাপতি মুরাদ খান। এছাড়াও সুইজারল্যান্ড এ প্রধানমন্ত্রীর সফরকালে, এ দাবীকে গুরুত্ব দিয়ে সার্বিকভাবে প্রবাসীদের অনুকুলে সুবিধাদির জন্য লিখিতভাবে আবেদন উপস্থাপন করে ইপিবিএ। এরপর গত ৪ ফেব্রুয়ারী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেনঃ “যদিও খুব সুখকর নয়, একটি বিষয় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই বর্তমান সরকার বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারী খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং সেই সাথে দাফনের খরচও দেয়া হয়। অনেকে আমার সাথে যোগাযোগ করেন, আজকে যেমন জার্মানি থেকে একজনের সহকর্মী একটু আগে ফোন করেছিলেন। যদিও বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজআর্নার্স বোর্ডের এখতিয়ারভুক্ত প্রথমে আপনারা বাংলাদেশ এম্ব্যেসীতে যোগাযোগ করবেন এবং আশানুরূপ সাড়া না পেলে আমাকে sm@mofa.gov.bd তে ইমেইল করে জানাবেন।” পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে ইপিবিএ সভাপতি শাহানুর খান নবকণ্ঠকে পাঠানো এক বিবৃতিতে বলেন, “পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের এই আকুতি বুঝতে পেরেছেন এটুকুই অনেক বড় পাওয়া।” এছাড়াও তিনি “এ ব্যাপারে যথাসম্ভব দ্রুত এ বিষয়ে আইন হওয়া প্রয়োজন” বলে মন্তব্য করেন। ইপিবিএ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনিরও পররাষ্ট্রমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে যোগ করেন- “ফেসবুকে লিবিয়া, মালয়েশিয়া, কুয়েত, ইউএই সহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের লাশ সংক্রান্ত কয়েকটি ঘটনায় তড়িৎ সমাধান দেয়ার চেষ্টা করে যাচ্ছেন শাহরিয়ার সাহেব যাতে আমি অভিভূত” – এ কারণে প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। প্যারিস বাংলা প্রেসক্লাবের প্রারম্ভিক উদ্যোগ ও ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর জোরালো ভুমিকায় প্রবাসীদের প্রাণের দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছে বলে অভিমত ব্যক্ত করেন ইপিবিএ নেতৃবৃন্দ। সেই সাথে অন্যান্য সংগঠন ও ব্যক্তিবৃন্দের সম্মিলিত সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ইপিবিএ দপ্তর সম্পাদক আবু তাহির। বছর খানেক আগে ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের একটি সার্বজনীন প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য গঠিত হয় ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন, ইপিবিএ। প্রবাসীদের জন্য সার্বিক কল্যানে কাজ করে যাওয়া এ সংগঠনের এ পর্যন্ত ইতালী, সুইজারল্যান্ড, ইউকে, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানীতে কার্যক্রম চলছে ও দ্রুত প্রসারিত হচ্ছে। চলতি বছরের মধ্যে আরো কমপক্ষে ১০ টি দেশে এটি বিস্তৃতি লাভ করবে বলে আশা করেন নেতারা।