লন্ডনে বর্ণিল আয়োজনে কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:১২:৫৯,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ২৭২ বার পঠিত
লন্ডন : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো এ ফ্যাসিবাদি সরকারের নিগ্রহণের শিকার হয়ে এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তার স্মৃতি অম্লান, অজেয় ও অক্ষয়। লাখো লাখো জনতার অশ্রুশিক্ত বিদায় প্রমাণ করে আরাফাত রহমানের স্থান এদেশের মানুষের মনের মণিকোঠায়। তিনি নীরবে নিবৃত্তে মানুষের কল্যাণে কাজ করেছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সোমবার লন্ডনে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
যুক্তরাজ্য সম্মিলিত ছাত্র ঐক্যপরিষদের আয়োজনে পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে শরফরাজ শরফুর সঞ্চালনায় বর্ণাঢ্য এ আয়োজনে সভাপতিত্ব করেন বাবুল চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি পারভেজ মল্লিক, যুক্তরাজ্য বিএনপি নেতা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আব্দুল হামিদ চৌধুরী, তৈমুস আলী, লুৎফুর রহমান, শহীদুল ইসলাম মামুন, শাহ মুকাদ্দিম চৌধুরী নিয়াজ, আবুল হোসেন হেভেন খান, মিসবাউজ্জামান সোহেল, ছোহালেহিন করিম চৌধুরী, দেওয়ান বাসিত, হেলাল নাসিমুজ্জামান, এস এম লিটন প্রমুখ।
টুর্নামন্টে মোট অংশ নেয়া ১৬টি দলের মধ্যে চ্যাম্পিয়ান হয় সুনামগঞ্জ দল।