গঠনতন্ত্র পরিপন্থী কাজের জন্য যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পাল্টা প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:১৪,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৩৩৩ বার পঠিত
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের কিছু লোক দলের গঠনতন্ত্র পরিপন্থী নিয়ম বর্হিভূত ভাবে কার্যনির্বাহী কমিটির সভা আহবান করায় প্রতিবাদ করেছেন দলের অধিকাংশ দায়ীত্বশীল ও কর্মীবৃন্দ । ৭ ফেব্রয়ারী পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে একটি হলে কিছু সংখ্যক নেতাকর্মী কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কার্যনির্বাহী কমিটির সভা আহবান করেন । এতে দলের অধিকাংশ নেতা কর্মীরা প্রতিবাদ করে সভা বয়কট করে । পরবর্তীতে নেতা কর্মীরা গঠনতন্ত্র বিরোধী কাজের জন্য পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে প্রতিবাদ সভা করে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন । যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মাহবুবুল আলম লাহিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম সম্পাদক জাহাঙ্গিংর আলম শিমুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতির মধ্যে নজরুল ইসলাম , দেলোয়ার হোসেন শাহিন , মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফেরদৌস , আতাউর রহমান মিফতা, শহীদুল ইসলাম স্বপন , আওলাদ আলী, জাহিদুল আলম , শাহ জামাল , যুগ্ম সাধারন সম্পাদকের মধ্যে জাহাংগির আলম শিমু, জাহেদ আহমদ তালুকদার, রেদোয়ান আহমদ, মোঃ হাসিবুল হাসান ,একে এম সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদকদ জিয়াউর রহমান জিয়া , সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক তারেক , দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রাসেল, আইন সম্পাদক তাজুল আহমেদ কুরেশী রানা , সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান , সদস্য ফয়সল আহমেদ । উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান সুজাত, খলিলুর রহমান , এসকে জাকি, বদরুল হক, হারুনুর রশীদ, আলমগীর হোসেন , ইশ্তিয়াক আহমেদ সুমন , মোঃ মুস্তাফিজুর রহমান , ছালিক মিয়া , মুহাম্মদ জুবায়ের আহমদ, লতিফুর রহমান , হাজী মোহাম্মদmuশামীম , আব্দুল মতিন, আবুল হাসনাত, নোমান আহমেদ প্রমুখ ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন কিছু সংখ্যক নেতা কর্মী দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষে গঠ্নতন্ত্রর প্রতি অবজ্ঞা করে হীন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষে কার্যনির্বাহী কমিটির সভা আহবান করেন , যা দলের অধিকাংশ গুরুত্বপূর্ন নেতারা জানেনই না । দলের কমিটি বহির্ভুত কিছু লোক জড়ো করে কার্ষনির্বাহী সভা অনুষ্ঠানের নামে শুধু ফটোসেশন করেন । উপস্থিত দলের ত্যাগী নেতাকর্মীরা তাতক্ষনিক প্রতিবাদ করে সভা বয়কট করেন।বক্তারা বলেন দলের সভাপতিকে বাদ দিয়ে সভা আহবান করা সম্পূর্ন অনৈতিক ও গঠনতন্ত্র বিরোধী । যেহেতু কেন্দ্র থেকে সভাপতিকে কোন অব্যাহতি দেয়া হয়নি সেহুতু যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক সস্যের উচিত কেন্দ্র পদত্ত কমিটির প্রতি সম্পূর্ন আনুগত্য রেখে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া । কিন্তু তা না করে কিছু সংখ্যক পদ লোভী নেতা তাড়াহুড়া করে এ সভার আয়োজন করেন । আমাদের উচিত দেশের এই ক্লান্তিলগ্নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তি শালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ চালিয়ে যাওয়া ।
উল্লেখ্য দলের গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটির সভা আহবানের পূর্বে প্রত্যেক সদস্যকে অবহিত করে দাওয়াত প্রদান করা । কিন্তু তারা তা না করে দলের অধিকাংশ নেতা কর্মীদের অবজ্ঞা করে বহিরাগত লোকদের নিয়ে এই সভার আহবান করেন ।