প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মিউনিখে পর্তুগাল আ’লীগের নেতৃবৃন্দ।
প্রকাশিত হয়েছে : ১:৫৮:১৯,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ১০৫১ বার পঠিত
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মিউনিখে পর্তুগাল আ’লীগের নেতৃবৃন্দ।
ইকবাল হোসেন, সজীব (পর্তুগাল)_ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফর বৃহস্পতিবার জার্মানি যাচ্ছেন। মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণই প্রধানমন্ত্রীর এ সফরের উদ্দেশ্য। পাশাপাশি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মানিতে স্বাগত জানাতে পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে পর্তুগাল আ’লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রাফিক উল্লাহ ,সহ সভাপতি মহসিন হাবিব, সাধারণ সম্পাদক শওকত ওসমান, সিনিয়র নেতা আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মজিবুর মোল্লা সহ সৌরভ হোসেন সুমন, আইয়ুব খাঁন প্রমুখ নেতৃবৃন্দ মিউনিখে জড়ো হয়েছেন। অংশ নিবেন ১৮ ফেব্রুয়ারি জার্মান আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণ সংবর্ধনায়।