প্যারিসের রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে প্রবাসীদের ঢল
প্রকাশিত হয়েছে : ২:৪৪:৫১,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৪৫২ বার পঠিত
প্যারিসের রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে প্রবাসীদের ঢল
প্যারিস, ফ্রান্স : প্রথমবারের মত প্যারিসে কমিউনিটির সকল বিবেদ ভুলে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মিলিত প্রয়াসে উদযাপিত হলো মহান একুশে ফেব্রুয়ারি। কর্মব্যস্ততার দিনেও সকল বয়সের বাঁধ ভাঙ্গা উচ্ছাস নিয়ে রিপাবলিকে একুশের সাজে জড়ো হন প্রবাসীরা। সকলের মিলিত কণ্ঠে একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি। শহীদ মিনারে ফুল দিতে আসেন অনেক বিদেশিরাও। মহান একুশ উদযাপনে ফ্রান্সের প্যারিস শহরের ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে হাজারো প্রবাসীর ঢল নামে। শহীদ মিনারে ফুল দিয়ে মহান একুশ উদযাপন কর্মসূচির শুভ সূচনা করেন সম্মিলিত একুশ উদযাপন কমিটির নেতারা। তারপর একে একে ফ্রান্স আওয়ামীলীগ , ফ্রান্স বিএনপি, জাতীয়পার্টি ফ্রান্স শাখা, মুক্তিযুদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ফ্রান্স , সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি, ফসে আভেক রাব্বানী ,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্স, ফ্রান্স ছাত্রলীগ, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স,ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন , বিশ্বনাথ উপজেলা সমাজ কল্যান সমিতি, তৃণমূল বিএনপি ফ্রান্স, চাঁদপুর সমাজ কল্যাণ সমিতি, বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি , রাজনগর উপজেলা সমিতি, কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্স, বরিশাল বিভাগীয় সমিতি, সংলাপ পাঠক মেলা, প্যারিস নগর আওয়ামীলীগ, মৌলভীবাজার সমাজ কল্যাণ সংস্থা, আর্টিস্ট আংট, বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা , স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ,প্যারিস বাংলা প্রেসক্লাব। ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের পাদদেশ। এছাড়া দিবসটি পালনে ৱ্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রথমবারের মত হাজারোকণ্ঠে একুশের গান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান একুশ উদযাপন করা হয়। আগামী প্রজন্ম বাংলা ভাষা অর্জনে ও আমাদের গৌরবান্বিত ইতিহাস জানতে এবং ধারণ করতে পারবে এরকম আয়োজনের মাধ্যমে বলে জানান আয়োজকেরা।