“নর্থ ইউকের ওল্ডহাম শহরে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নেটওয়ার্কিং কর্মসূচি”
প্রকাশিত হয়েছে : ৩:২৫:৩৩,অপরাহ্ন ০৪ জুন ২০২৪ | সংবাদটি ২২১ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-নতুন ট্রাস্টি সংগ্রহের লক্ষে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে গত ২৯ মে ২০২৪ ইংরেজী রোজ বুধবার নর্থ ইউকের ওল্ডহাম শহরে নেটওয়ার্কিং সফর ও ২ টি সভা অনুষ্টিত হয়।
প্রথম সভা ওল্ডহামের স্থানীয় একটি হলে বিকাল ৪:০০ মিনিটে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসিন উজ্জামান নুরু এবং কার্যকরী কমিটির সদস্য আবুল হোসেন মামুনের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত এবং সভার শেষে বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি সদ্য প্রয়াত অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক ও লন্ডন হ্যারো রোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শহিদ।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাউন্সিলর ও সাবেক মেয়র আব্দুল জব্বার,ব্যবসায়ী ও সংগঠক জামাল উদ্দিন,কাহার উদ্দিন,ট্রাস্টের সহকারী সাধারন সম্পাদক মোঃ কদর উদ্দিন,কোষাধ্যক্ষ হাজী জাহির আলী,সহ কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া এবং ট্রাস্টি মোঃ তৈয়বুর রহমান,হাজী ওয়ারিছ উদ্দিন,শামসু মিয়া,হাবিবুর রহমান,স্বপন শিকদার,শাহ শহিদ নূর ইসলাম।
সভায় দৌলতপুর ইউনিয়নের যুক্তরাজ্য বসবাসরত ২৫ জন প্রবাসী ট্রাস্টিশীপ গ্রহণ করেন।
নতুন ট্রাস্টি এবং কমিউনিটির অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আলী আশরাফ,রিয়াজুল ইসলাম,গিয়াস উদ্দিন,মঈন উদ্দিন আনছার,আব্দুল নূর,আবুল কাশেম নুমান,ফয়সল আহমদ,আবুল কাহার,আতিকুর রহমান,গিয়াস উদ্দিন,ফরিদ আলী ফটিক,তানবীর আহমদ,আনহার মিয়া,জামাল উদ্দিন,আমির আলী,আজিজুর রহমান রুমেল,ফখরুল ইসলাম,আমিনুর রহমান,শামীম শাজাহান,জাহাঙ্গীর হোসাইন রুবেল আহমদ, নিজাম উদ্দিন,ফয়সাল আহমেদ,বশির আহমেদ,আলমাছ আলী প্রমুখ।
দ্বিতীয় সভা বিকাল ৭:৩০ মিনিটে স্থানীয় আরেকটি হলে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসিন উজ্জামান নুরু এবং ট্রাস্টি শাহ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ট্রাস্টের নতুন ট্রাস্টি ও কাউন্সিলর আব্দুল মালিক,কমিউনিটি ব্যক্তিত্ব মফজ্জুল খান,মদরিছ আলী,ট্রাস্টের সহকারী সাধারন সম্পাদক মোঃ কদর উদ্দিন,কোষাধ্যক্ষ হাজী জাহির আলী,সহ কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া এবং ট্রাস্টি হাজী ওয়ারিছ উদ্দিন,হাজী নফর আলী,স্বপন শিকদার,শাহ শহিদ নূর ইসলাম,আনহার মিয়া ও কমিউনিটি এক্টিবিস্ট আবুল কালাম শাহ।
উক্ত সভায় দৌলতপুর ইউনিয়নের বেশ কয়েকজন প্রবাসী ট্রাস্টিশীপ গ্রহনের আগ্রহ প্রকাশ করেন।
কমিউনিটির অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আরব আলী,সাইশ্তা মিয়া,আজমত খান,আব্দুল হাকিম,জয়নুল ইসলাম,আফতাব মিয়া কাহার,শাহ সাইকুল,হাবিবুর রহমান লায়েছ,কামরুল ইসলাম,কামাল খান,দবির হোসেন,শাহ ময়নুল ইসলাম,মাছুম মিয়া,সেবুল রহমান,তরিক মিয়া ও শাহ জয়নুল প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন মাওলানা আনোয়ার হোসেন এবং সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক ও লন্ডন হ্যারো রোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শহিদ।
অত্যান্ত সুন্দর ও সফলভাবে উক্ত নেটওয়ার্কিং সফর ও সভাসমূহ সম্পূর্ণ করায় ট্রাস্টের কার্যকরী কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নতুন ট্রাস্টিবৃন্দকে স্বাগত ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রত্যাশা ব্যক্ত করেন যে,যুক্তরাজ্যের ভিবিন্ন শহরে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের সর্বস্থরের প্রবাসীবৃন্দ পর্যায়ক্রমে ট্রাস্টিশীপ গ্রহণ করে ট্রাস্টকে আরো সমৃদ্ধশালী করবেন।