লন্ডনে ডোনাল্ড ট্রাম্প বিরোধী হাজারো মানুষের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৩৫,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৩১০ বার পঠিত
লন্ডন : শনিবার লন্ডনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। এই বিক্ষোভের উদ্দেশ ছিল ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশনীতিতে শরণার্থী ও সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ।
লন্ডনে আমেরিকান দূতাবাসের বাইরে হাজার হাজার মানুষ এই ঐতিহাসিক বিক্ষোভে অংশ নেয়। প্রতিবাদকারীরা শরণার্থী নিষেধাজ্ঞা ও ট্রাম্পের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে ক্ষোভ দেখাতে রক্তের দাগযুক্ত কালো ব্যানার নিয়ে প্রতিবাদে অংশ নেয়, ব্যানারে লেখা ছিল, ‘ট্রাম্পকে না। যুদ্ধকে না।’ এবং ‘ট্রাম্প: বিশেষ সম্পর্ক? শুধু বল না।’ যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেন ট্রাম্প।
ওই আদেশ অনুযায়ী, আগামী চার মাস যুক্তরাষ্ট্রে কোনো শরণার্থী প্রবেশের সুযোগ পাবেন না। আর সিরিয়ার শরণার্থীদের জন্য পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই আদেশ কার্যকর থাকবে। সেইসঙ্গে আগামী ৯০ দিন মুসলিম প্রধান সাত দেশ ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
শুক্রবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি আদালত মুসলিম অধ্যুষিত সাত দেশের নাগরিকদের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িক ভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে, প্রথমবারের মত যা দেশজুড়ে কার্যকর হবে। কিন্তু অনেক ব্রিটিশ নাগরিক ট্রাম্পের সিদ্ধান্তটি নিয়ে ক্ষুব্ধ। এই আদেশকে পক্ষমাতমূলক বলে বিবেচনা করছেন তারা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র সরকার ট্রাম্পের ওই পদক্ষেপের সমালোচনা করতে দেরি করায়ও ক্ষুব্ধ হয়েছেন তারা।