মদিনায় ‘আলোকিত জ্ঞানী ২০১৭’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৬:২১:৪১,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৪৮০ বার পঠিত
বাংলাদেশের ইতিহাসে ইসলামি জ্ঞানের সর্ববৃহৎ রিয়েলিটি শো: এর নাম ‘আলোকিত জ্ঞানী’। ব্যতিক্রমী ও আকর্ষণীয় এই অনুষ্ঠানটি ২০১৫ সাল থেকে মাহে রমজানে প্রতিদিন মাগরিব আজান পূর্ববর্তী সময়ে দেশের অন্যতম বিনোদনধর্মী টিভি চ্যানেল: চ্যানেল নাইনে সম্প্রচারিত হয়ে আসছে। এক আনন্দঘন ও মোবারক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটির তৃতীয় সিজন অর্থাৎ ‘আলোকিত জ্ঞানী ২০১৭’ এর সব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শান্তি ও সমৃদ্ধির নগরী মদিনা মুনওয়ারায়।
বিশ্বের স্বনামধন্য বিদ্যাপীঠসমূহের মধ্যে অন্যতম ‘ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা’ এর খ্যাতিমান প্রফেসর, বিশিষ্ট দাঈ-ইলাল্লাহ্ শাইখ হুসাইন বিন নিফাহ আল জাবেরি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘আলোকিত জ্ঞানী ২০১৭’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। তার পূর্বে তিনি এ যুগান্তকারী রিয়েলিটি শো’র আয়োজক প্রতিষ্ঠান ‘রাহাবার মাল্টিমিডিয়া লি.’, মিডিয়া পার্টনার চ্যানেল নাইন এবং সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ ও মোবারকবাদ জানান।
‘আলোকিত জ্ঞানী’ অনুষ্ঠানটি উত্তম পন্থায় ও বিশুদ্ধভাবে আল কোরআন ও সুন্নাহর বাণী তথা দ্বীন ইসলামের সৌন্দর্য মানুষের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাহাবার মাল্টিমিডিয়া লি. এর চেয়ারম্যান ও আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের উপস্থাপক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনায় পিএইচডিতে অধ্যয়নরত শাইখ আব্দুল বাসেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা’ এর আরেক খ্যাতিমান প্রফেসর, বিশিষ্ট দাঈ-ইলাল্লাহ্ শাইখ ত্বলাল বিন আহমদ আলী, রাহাবার মাল্টিমিডিয়া লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইকবাল এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার পিএইচডিতে অধ্যয়নরত শাইখ মুহাম্মদ রেজাউল করীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এই আয়োজনের সুযোগ্য সমন্বয়ক, বিশিষ্ট দাঈ, ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার পিএইচডিতে অধ্যয়নরত শাইখ শেখ সাদী মাদানী বলেন, ইসলামের অমীয় বাণী মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপনের জন্য ‘আলোকিত জ্ঞানী’ র মতো অনুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি সবাইকে নিয়ে সব সময় এ আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আলোকিত জ্ঞানী প্রতিযোগিতার ২০১৫ ও ২০১৬ সালের বিজয়ী বন্ধুরা তাদের অনুভূতি শেয়ার করেন।
উল্লেখ্য, এবারকার সফরেই আলোকিত জ্ঞানী কর্তৃপক্ষ তাদের ২০১৫ ও ২০১৬ সালের ওমরাহ প্যাকেজ বিজয়ী বন্ধুগণ অর্থাৎ ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী বন্ধুদের নিয়ে পবিত্র ওমরাহ পালন করেন।
সভাপতির বক্তব্যে রাহাবার মাল্টিমিডিয়া লি. এর চেয়ারম্যান ও আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের উপস্থাপক হাফেজ মুফতি সাইফুল ইসলাম অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ, মদিনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অনার্স, মাস্টার্স ও পিএইপডি লেভেলে অধ্যয়নরত প্রবাসী বন্ধুগণ, ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় নিয়োজিত সম্মানিত উপস্থিতি এবং সর্বোপরি এ অনুষ্ঠান আয়োজনের পেছনে যারা অক্রান্ত পরশ্রম করেছেন তাদের প্রত্যেককে আলোকিত জ্ঞানী পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে তিনি আলোকিত জ্ঞানী ২০১৭ তে অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য পবিত্র নগরী মক্কা ও মদিনায় দুটি পরীক্ষাকেন্দ্র স্থাপনের মাধ্যমে সৌদি প্রবাসী বন্ধুদের মধ্য থেকে যোগ্য প্রতিযোগী নির্বাচনের ঘোষণা প্রদান করেন।
এরপর বিশিষ্ট দাঈ, ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার পিএইচডিতে অধ্যয়নরত শাইখ শেখ সাদী মাদানী হাফিজাহুল্লার দোয়া পাঠের মধ্য দিয়ে এই মোবারক অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এর আগে পবিত্র নগরী মক্কার একটি হোটেলে ‘আলোকিত জ্ঞানী ২০১৭’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, রিয়াদ ইসলামিক সেন্টারের ইসলাম প্রচারক শায়খ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কা’র মাস্টার্সের ছাত্র সালাহুদ্দীন এবং প্রধান অতিথি ছিলেন রাহবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের উপস্থাপক হাফেজ মুফতি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাহাবার মাল্টিমিডিয়া লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানটি আয়োজনের সমন্বয়ক ছিলেন দাম্মাম ইসলামিক সেন্টারের ইসলাম প্রচারক ও বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।