অভিনেতা মিজানুর রহমান শাহীন আর নেই
প্রকাশিত হয়েছে : ৫:১৭:২২,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯ | সংবাদটি ৩৫৫ বার পঠিত
জাকির হোসেন সুমন
আমেরিকায় বসবাসরত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ৮০র দশকের মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, ঢাকা পদাতিক এর সাবেক নাট্যকর্মী মিজানুর রহমান শাহীন গতকাল ২১ শে মার্চ ক্যালিফোর্নিয়ায় ইন্তেকাল করেছেন।
স্থানীয় সময় সকাল ১১ টায় ক্যালিফোর্নিয়া চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য শিল্পী। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
অভিনেতা মিজানুর রহমান শাহীন মা, ছোট বোন, স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মিজানুর রহমান শাহীন মুন্সীগন্জ জেলার শ্রীনগর উপজেলার মাশুরগাঁও গ্রামের ( ঢালী বাড়ী) র অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মরহুম ফজলুর রহমানের একমাএ পুত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান নান্নুর ভাতীজা, স্বনামধন্য চলচিত্র পরিচালক সোহানুর রহমানসোহান এর ছোট বোন জামাই ও ইতালীতে কর্মরত সাংবাদিক জাকির হোসেন সুমন এর ফুপাতো ভাই।
১৯৮৯ সালে সপরিবারে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে পাড়ি জমান অভিনেতা মিজানুর রহমান শাহীন। আমেরিকাতে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়া ও ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মিজানুর রহমান শাহীনের অকাল মৃত্যুতে দেশে ও বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব, বাংলা প্রেস ক্লাব ইতালী , সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগন্জ, ও ঢাকা পদাতিকের নাট্যকর্মীরা ফেসবুকের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তোক্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পারিবারিক সূএে জানা গিয়েছে মিজানুর রহমান শাহীনকে ক্যালিফোর্নিয়া নামাজে জানাজা শেষে দাফন করা হবে।