“বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে এর কার্যকরী কমিটির সভা”
প্রকাশিত হয়েছে : ৭:১১:১৪,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২৩ | সংবাদটি ২৭৬ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে এর কার্যকরী কমিটির সভা গত ১৭ই জানুয়ারি ২০২৩ইং রোজ মঙ্গলবার ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি মাহফুজুর রহমান রিপন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহাদুর রহমান মোনায়েম।
সভায় উপস্থিত হয়ে আলোচ্য বিষয়সূচির উপর বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রহমান মাসুম,সহ-সভাপতি সেলিম আহমদ,যুগ্ম সম্পাদক এমদাদুল হক সিকদার,কোষাধ্যক্ষ শাহ সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান রাসেল,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহাদুর রহমান মোনায়েম,কার্যকরী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান,মোঃ আফিকুল ইসলাম,গৌছ আলী।
সভায় আগামী ফেব্রুয়ারি মাসে আটটি ইউনিয়নে সেলাই মেশিন বিতরণ করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।